অশ্লীলতা ছড়ানো বন্ধে আইনি নোটিশ

১ জুন, ২০২৫  
১ জুন, ২০২৫  
অশ্লীলতা ছড়ানো বন্ধে আইনি নোটিশ

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ই-কমার্স খাতের নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন একজন আইনজীবি। ফেসবুক লাইভে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ও অঙ্গভঙ্গির অভিযোগে রবিবার নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল কাদের (এ কে ফয়সাল)। নোটিশের জবাব দিতে তাকে তিন দিনের সময় দেয়া হয়েছে। 

আইনি নোটিশে তনিকে ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ ভিডিও তৈরি ও প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে প্রকাশিত এ ধরনের ভিডিওগুলো অনতিবিলম্বে সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলতেও বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করে তিনি যদি আবারও এ ধরনের আচরণে লিপ্ত হন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সানবিস বাই তনি নামে অনলাইনে ব্যবসা পরিচালনাকারী এই নারী উদ্যোক্তাকে নোটিশ পাঠানো বিষয়ে এ কে ফয়সাল গণমাধ্যম কর্মীদের বলেছেন,  “তনি তার ফেসবুক লাইভে একাধিকবার এমন ভাষা ও অঙ্গভঙ্গি প্রদর্শন করেছেন, যা সমাজ, পরিবার এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি। এসব বক্তব্যে নারীদের প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে এবং কখনো কখনো তিনি ‘কাপড় খুলে মারধর’ করার হুমকিও দিয়েছেন—যা স্পষ্টতই সামাজিক শিষ্টাচার লঙ্ঘন করে।”

তিনি আরো বলেন, এভাবে যদি ই-কমার্স ব্যবসাকে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয়, তাহলে আমাদের এই জাতির, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ভবিষ্যতটা কি? ওরা এখান থেকে কি শিখবে। তাই উনি (তনি) এবং যারা এভাবে অনলাইন মিডিয়ায় অশ্লীলতা ছড়াচ্ছে আমি ওনাদের সকলকে এর মাধ্যমে সতর্ক করতে চাচ্ছি। আপনারা প্লিজ এখান থেকে বেরিয়ে আসেন। অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। 

এর আগেই তনিকে তার অশ্লীল কন্টেন্ট মুছে ফেলার আহ্বান জানান এ কে ফয়সাল। 

উদ্যোক্তাদের ই-কমার্স নীতিমালা মেনে ভবিষ্যতে ফেসবুক পেজ পরিচালনার আহ্বান জানিয়ে এই আইনজীবি বলেন, অশ্লীল, অশ্রাব্য ও কুরুচীপূর্ণ কথা বার্তা থেকে বিরত থাকবেন। একজন আইনজীবি হিসেবে যারাই এরকম অশ্লীলতা ছড়াবে ওনাদের বিরুদ্ধেই আনগত ব্যবস্থা নেবো। 

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর পুলিশ প্লাজায় অবস্থিত তনির শোরুম ‘সানভি’স বাই তনি’-তে অভিযান চালায়। সেই সময়েও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

রোবাইয়াত ফাতেমা তনি সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে তার মন্তব্য ও লাইভ ভিডিওর মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে এবার বিষয়টি আইনি পর্যায়ে পৌঁছানোয় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।