ওয়েব সাইটে উপদেষ্টার ছবির বদলে শিশুর ছবি!

২৬ মে, ২০২৫  
২৬ মে, ২০২৫  
ওয়েব সাইটে উপদেষ্টার ছবির বদলে শিশুর ছবি!

মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার ছবির বদলে একটি চশমা পরা শিশুর ছবি দেখে অনেকেই ভাবছেন ওয়েব সাইট মনে হয় হ্যাক হয়েছে । ফ্যাক্ট চেক করে দেখা গেছে, এটি হ্যাকারদের কাজ নয়। খোদ মন্ত্রণালয় থেকেই এটা করা হয়েছে। 

আর উপদেষ্টার পরিচিতির বদলে ছবিতে প্রতিস্থাপিত শিশুটির নাম আলিফ। বয়স মাত্র ৪ বছর গত ২৩ মে ২০২৫ গাজীপুর টঙ্গির এরশাদনগর গ্রাম থেকে নিখোঁজ হয়েছে শিশুটি । তিন দিন পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সদস্যদের পাশাপাশি নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সরকারি ওয়েবসাইটে প্রকাশ নিজের ছবির জায়গায় শিশুটির ছবি প্রতিস্থাপন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ছবির পোস্টের নিচে লেখা আছে, নিখোঁজ শিশুটির পরনে ছিলো মেরুন রঙের শার্ট। শিশুটির বাবা একজন সেলুন ব্যবসায়ী । বাবা-মা দুজনে পাগলের মত খুঁজছে দয়া করে শেয়ার করুন । আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস উপলক্ষে মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ নিজের ছবির বদলে নিখোঁজ শিশু আলিফের ছবি ব্যবহার করেছেন যেন সকলে বিষয়টি গুরুত্ব দেয় । খুব শীঘ্রই বাংলাদেশে প্রতিটি সরকারী ওয়েব সাইটে এই রকম একটি অপশন থাকবে যেখানে ঐ এলাকার নিখোঁজ শিশুদের ছবি থাকবে । সকলে সহযোগিতায় করুন শিশুটিকে উদ্ধার করতে। 

সূত্রমতে, আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস ২৫ মে সন্ধ্যায় এই ছবি বদলের কাজটি করেছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। নিজেদের মতো অন্যদেরকেও এভাবে নিখোঁজ শিশুদের খোঁজ পেতে সরকারি ওয়েবসাইটে তথ্য ও ছবি প্রকাশের জন্য এবার আইসিটি মন্ত্রণালয়ের দ্বারস্থ হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার এ নিয়ে এটুআই-কে চিঠি দেবেন উপদেষ্টা। 

নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করতে জনসম্পৃক্ততার বিশ্বজুড়ের সমাদৃত জরুরি সতর্কতা ব্যবস্থা প্রযুক্তি ‘অ্যাম্বার অ্যালার্ট’ বাংলাদেশে চালু করতে কাজ করছে সাইবার টিনস। এই গ্রুপের প্রধান শিশু শান্তি নোবেল জয়ী সাদাত রহমানের নেতৃত্বে এরই মধ্যে এক লাখ মানুষের পিটিশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি ভাবে উদ্যোগ নেয়া হলে পৃথিবীর ২০টা দেশে চালু থাকা এই সেবাটি বাংলাদেশে চালু করতে আইসিএমএসই বাংলাদেশে এসে প্রযুক্তিটি স্থাপন করবে।