নিজস্ব চিপ এক্সরিং ০১ এর ব্যাপক উৎপাদন শুরু করেছে শাওমি

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি তাদের নিজস্ব উন্নত মোবাইল চিপ এক্সরিং ০১-এর ব্যাপক উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন মঙ্গলবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এ তথ্য জানান। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এই চিপ প্রথম ব্যবহৃত হবে শাওমি ১৫এস প্রো স্মার্টফোন ও শাওমি প্যাড ৭ আল্ট্রা ট্যাবলেটে। আগামী বৃহস্পতিবার এসব পণ্যের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
লেই জুন আরও জানান, শাওমি এক্সরিং ০১ চিপ তৈরিতে এখন পর্যন্ত ১৩.৫ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.৮৭ বিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে এবং আগামী ১০ বছরে আরও ৫০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
চিপ নির্মাণে এই পদক্ষেপ শাওমির প্রযুক্তিগত স্বনির্ভরতার দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিবিটেক/বিএমটি