আন্তর্জাতিক টেলিযোগাযোগ দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন

১৭ মে, ২০২৫  
১৮ মে, ২০২৫  
আন্তর্জাতিক টেলিযোগাযোগ দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন

আন্তর্জাতিক টেলিযোগাযোগ দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) মোঃ জহিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপনের অংশ হিসেবে ফিলাটেলিক ব্যুরো থেকে স্ট্যাম্প, ফাস্ট ডে কভারর্সে বিশেষ সিল মেরে সই করেন প্রধান উপদেষ্টা। 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত দিবসটির মূল লক্ষ্য টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা এবং সর্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা।

দিবসটির সূচনা ১৮৬৫ সালের ১৭ মে। যখন প্যারিসে ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশনের মাধ্যমে গঠিত হয় ‘ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন’।