আন্তর্জাতিক টেলিযোগাযোগ দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন

আন্তর্জাতিক টেলিযোগাযোগ দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) মোঃ জহিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপনের অংশ হিসেবে ফিলাটেলিক ব্যুরো থেকে স্ট্যাম্প, ফাস্ট ডে কভারর্সে বিশেষ সিল মেরে সই করেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত দিবসটির মূল লক্ষ্য টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা এবং সর্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা।
দিবসটির সূচনা ১৮৬৫ সালের ১৭ মে। যখন প্যারিসে ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশনের মাধ্যমে গঠিত হয় ‘ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন’।