ঢাবির শ্যাডো এলাকায় ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্রি ওয়াইফাই চালু

১৩ মে, ২০২৫  
১৩ মে, ২০২৫  
ঢাবির শ্যাডো এলাকায় ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্রি ওয়াইফাই চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শ্যাডো এলাকা, কলা ভবন, বিজনেস ফ্যাকাল্টিসহ আশপাশের এলাকায় ফ্রি  ইন্টারনেট কাভারেজ দিচ্ছে  ‘বাংলাদেশ ফার্স্ট’।  মঙ্গলবার (১৩ মে) ক্যাম্পাসে  বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। এটি স্ক্যান করে এক সঙ্গে দুই শতাধিক শিক্ষার্থী এই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবেন। 

ক্যাম্পাস শ্যাডো-তে এই সেবাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক।  এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আল আমিন, সাবেক সমাজসেবা সম্পাদক শেখ রাসেল, মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক রাকিবুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, সহ-অর্থ সম্পাদক মাহফুজুর রহমান এবং সহ-সমাজসেবা সম্পাদক আবরার হামীম আপন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের হেদায়েতুল্লাহ আবির, রিনভী মোশাররফ, মনিরুল ইসলাম হিরন, হাসানুজ্জামান নাদিম, নোমান আবদুল্লাহ, সাদমান সাকিব, ইরাম, তৌহিদ, রিজভী ও মিলন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রায়হান আহমেদ ও মুনতাসীর সাবির, স্যার এ এফ রহমান হলের মোহাম্মদ মুবিন, মোহাম্মদ আল আমিন, ত্বকী ও শরীফ, জহুরুল হক হলের অন্তর আহমেদ অন্তু, রায়হান আবেদীন, সুফি ও শহীদ, জসীমউদ্দিন হলের মুনতাসীর মাহমুদসহ ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।

জানাগেছে, ফ্রি ইন্টারনেট চালুর উদ্যোক্তা অনিক ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন।