গুগলের জেমা এআই মডেলের ডাউনলোড ছাড়াল ১৫ কোটি

গুগলের প্রকাশিত জেমা এআই মডেলের সংগ্রহ ১৫ কোটিরও বেশি ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে। গুগল ডিপমাইন্ডের ডেভেলপার রিলেশনস ইঞ্জিনিয়ার ওমর সানসেভিয়েরো এক্স-এ (সাবেক টুইটার) এই তথ্য প্রকাশ করেন। খবর টেকক্রাঞ্চ।
তিনি আরও জানান, জনপ্রিয় এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হাগিং ফেসে জেমা ব্যবহার করে এরই মধ্যে ৭০ হাজারের বেশি ভ্যারিয়েন্ট তৈরি করেছেন ডেভেলপাররা।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে জেমা উন্মোচন করে গুগল। মেটার লামার মতো অন্যান্য "ওপেন" মডেল পরিবারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এটি চালু করা হয়। নতুন সংস্করণের জেমা মাল্টিমোডাল প্রযুক্তিতে কাজ করতে সক্ষম—অর্থাৎ এটি পাঠ্যর পাশাপাশি ছবি নিয়েও কাজ করতে পারে এবং ১০০টিরও বেশি ভাষা সমর্থন করে। এমনকি নির্দিষ্ট খাতে ব্যবহারের জন্য, যেমন ওষুধ আবিষ্কারে, গুগল বিশেষভাবে ফাইন-টিউন করা সংস্করণও তৈরি করেছে।
তবে প্রায় এক বছরে ১৪ কোটির বেশি ডাউনলোড সত্যিই চমকপ্রদ হলেও, প্রতিদ্বন্দ্বী লামার তুলনায় জেমা এখনও অনেক পিছিয়ে। এপ্রিলের শেষ নাগাদ লামার ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে গেছে ১২০ কোটি।
উল্লেখযোগ্য যে, জেমা এবং লামা উভয় মডেলই কাস্টম। উভয়ের লাইসেন্স ব্যবস্থা বেশ সমালোচিত। অনেক ডেভেলপারের মতে, এই ধরনের লাইসেন্সিংয়ের কারণে বাণিজ্যিকভাবে এসব মডেল ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।
ডিবিটেক/বিএমটি