এফটিসির ‘ক্লিক-টু-ক্যান্সেল’ কার্যক্রম পেছালো

১১ মে, ২০২৫  
১১ মে, ২০২৫  
এফটিসির ‘ক্লিক-টু-ক্যান্সেল’ কার্যক্রম পেছালো

গ্রাহকদের জন্য সাবস্ক্রিপশন বাতিল প্রক্রিয়া সহজ করতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) ‘ক্লিক-টু-ক্যান্সেল’ নিয়ম চালু করার কথা ছিল ১৪ মে। তবে নতুন ঘোষণা অনুযায়ী, এটি কার্যকর হবে ১৪ জুলাই থেকে। খবর দ্য ভার্জ।

নিয়ম অনুযায়ী, যেভাবে সহজে অনলাইনে সাইন আপ করা যায়, একইভাবে সহজে অনলাইনে বাতিল করাও বাধ্যতামূলক হবে। গ্রাহকদের অযথা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।

এফটিসি জানিয়েছে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোর উপর বাড়তি চাপ কমাতে। কমিশনের ৩-০ ভোটে বিলম্বের সিদ্ধান্ত গৃহীত হয়, যদিও পাঁচ সদস্যের মধ্যে দুইজন অনুপস্থিত ছিলেন—যাদের মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে বরখাস্ত করেছিলেন।

কমিশন জানিয়েছে, ১৪ জুলাই থেকে নিয়ম পুরোপুরি কার্যকর হবে এবং প্রয়োগ শুরু হবে, তবে প্রয়োগে কোনো সমস্যা দেখা দিলে নিয়ম সংশোধনের পথও খোলা থাকবে।

ডিবিটেক/বিএমটি