কোয়ান্টাম নেটওয়ার্কিং চিপ ও ল্যাব উদ্বোধন করলো সিসকো

৭ মে, ২০২৫  
৭ মে, ২০২৫  
কোয়ান্টাম নেটওয়ার্কিং চিপ ও ল্যাব উদ্বোধন করলো সিসকো

কোয়ান্টাম কম্পিউটারগুলো একত্রে সংযুক্ত করার জন্য নতুন একটি নেটওয়ার্কিং চিপের প্রোটোটাইপ প্রদর্শন করেছে সিসকো। পাশাপাশি, প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় একটি নতুন কোয়ান্টাম গবেষণাগার চালু করেছে। খবর রয়টার্স।

সিসকোর উদ্ভাবনী ইউনিট আউটশিফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজয় পাণ্ডে জানান, এ চিপ মূলত আলোক কণার কোয়ান্টাম এনট্যাংলমেন্ট ঘটিয়ে দুটি আলাদা কোয়ান্টাম কম্পিউটারে তা প্রেরণ করতে সক্ষম। এর ফলে দূরত্ব উপেক্ষা করে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হবে।

এই প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ ইতোমধ্যে দেখা যেতে পারে, যেমন আর্থিক লেনদেনের সময় নির্ভুল সমন্বয় বা মহাজাগতিক বস্তু শনাক্তকরণে। যদিও এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে এবং বাণিজ্যিক উৎপাদনের সময়সীমা নির্ধারিত হয়নি, সিসকোর মতে এটি ভবিষ্যৎ কোয়ান্টাম নেটওয়ার্কের প্রথম ধাপ।

ডিবিটেক/বিএমটি