প্রথমবারে সব জেলার তথ্যকর্মকর্তাই পাচ্ছেন ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

প্রযুক্তির বিকাশে ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং সাইবার যুদ্ধ অন্য যেকোনও সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সাইবার স্পেসের সেসব মিথ্যা তথ্যের সত্যতা যাচাই করে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার দক্ষতা উন্নয়নে সরকারের তথ্য কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এবার প্রথমবারের মতো দেশের ৬৪ জেলা তথ্য অফিস, ৪টি উপজেলা তথ্য অফিস এবং ৭টি বিভাগীয় তথ্য অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে ডিজিটাল আইডেন্টিফিকেশন এন্ড ফ্যাক্স চেকিং প্রশিক্ষণ দিতে যাচ্ছে আইসিটি বিভাগ।
আগামী ৪- ৫ মে আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হবে এই এ প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে কিভাবে আরো দ্রুত এবং নির্ভুল ভাবে সরকারের তথ্য পৌঁছে দিতে পারেন সে বিষয়ে দুই দিন ধরে তাদের প্রশিক্ষ দেয়া হবে আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে। প্রশিক্ষণ দেবেন ফ্যাক্টচেকিং প্রশিক্ষক কদরুদ্দিন শিশির।
সূত্রমতে, সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হবে দুপুর ২টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বিশেষ অতিথি থাকবেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
এছাড়াও ৫ মে সমাপনেীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
এর আগে গত ১৫-১৬ এপ্রিল একই বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা।