ইউএফসির সঙ্গে মেটার বহু বছরের চুক্তি স্বাক্ষর

মেটা প্ল্যাটফর্মস এবং আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) বহু বছরের একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে মেটা ইউএফসির প্রথম "আধিকারিক ফ্যান প্রযুক্তি অংশীদার" হিসেবে পরিচিতি পেয়েছে। ইউএফসি বুধবার এক বিবৃতিতে জানায়, চুক্তির আওতায় মেটা ইউএফসি ভক্তদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে। খবর রয়টার্স।
মেটার টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম "থ্রেডস" ইউএফসির আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যম অংশীদার হিসেবে থাকবে। এছাড়া পে-পার-ভিউ এবং "ফাইট নাইট" ইভেন্টগুলোতে ইউএফসির অক্টাগন রিংয়ে মেটার ব্র্যান্ডিং প্রদর্শিত হবে। পাশাপাশি বিভিন্ন সম্প্রচার ফিচার এবং সৃজনশীল অ্যারেনা অভিজ্ঞতাও থাকবে।
মেটার সিইও মার্ক জাকারবার্গ সাম্প্রতিক বছরগুলোতে ইউএফসি সিইও ডানা হোয়াইটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। জাকারবার্গ নিজেও মিশ্র মার্শাল আর্টে আগ্রহী এবং বিনোদনমূলকভাবে এই খেলায় অংশ নেন। ডানা হোয়াইট চলতি বছরের জানুয়ারিতে মেটার বোর্ডে নির্বাচিত হন।
তবে চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি। ইউএফসি সিইও ডানা হোয়াইটের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং হোয়াইট ২০২৪ সালের জুলাইয়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের পক্ষে কথা বলেছেন।
ডিবিটেক/বিএমটি