প্রতারণা মামলা নিষ্পত্তিতে ১০০ মিলিয়ন ডলার দিতে রাজি গুগল

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বিজ্ঞাপন প্রতারণার অভিযোগে ১০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে। দীর্ঘ ১৪ বছর ধরে চলা এই মামলায় অভিযোগ ছিল যে, গুগল তাদের বিজ্ঞাপন গ্রাহকদের প্রতিশ্রুত ছাড় প্রদান করেনি এবং নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বাইরে বিজ্ঞাপনের ক্লিকের জন্য চার্জ করেছে। খবর রয়টার্স।
মামলাটি প্রথম শুরু হয় ২০১১ সালের মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল আদালতে। মামলাকারীরা অভিযোগ করেছিলেন, গুগল তাদের অ্যাডওয়ার্ডস (বর্তমানে গুগল অ্যাডস) প্রোগ্রামে অংশ নেওয়া বিজ্ঞাপনদাতাদের সাথে চুক্তি লঙ্ঘন করেছে এবং "স্মার্ট প্রাইসিং" সূত্রকে কৃত্রিমভাবে পরিবর্তন করে ছাড় কমিয়েছে।
বিজ্ঞাপনদাতারা আরও অভিযোগ করেন যে, গুগল বিজ্ঞাপনের প্রদর্শন নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি রক্ষা করেনি, যা ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতা আইন লঙ্ঘন করে।
গুগল তাদের ভুল স্বীকার না করেই নিষ্পত্তির জন্য সম্মত হয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, মামলাটি প্রায় এক দশক আগের বিজ্ঞাপন পণ্যের বৈশিষ্ট্য নিয়ে, যা ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে।
আদালতের অনুমোদন সাপেক্ষে এই নিষ্পত্তি বিজ্ঞাপনদাতাদের মধ্যে যারা ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে অ্যাডওয়ার্ডস ব্যবহার করেছেন, তাদের অন্তর্ভুক্ত করবে।
ডিবিটেক/বিএমটি