দ্বিতীয় দিনে ৩০ মিনিটে ৭৩ লাখ হিট

শুক্রবার (১৪ মার্চ) বিক্রি হয়েছে ২৪ মার্চের ট্রেনের টিকিট। টিকিট কিনতে ওই দিন আধা ঘন্টায় টিকিট কিনতে হিট পড়ে ২০ লাখ। শনিবার (১৫ মার্চ) টিকিট বিক্রি শুরুর পর প্রথম আধাঘণ্টায় ৭৩ লাখ বার ওয়েবসাইটে হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে এই পরিমাণ চেষ্টা হয়।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাৎ হোসেন জানিয়েছেন, সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ৭৩ লাখ বার হিট করা হয়েছে। টিকিট সব বিক্রি হয়ে গেছে।
শুক্রবার নির্ধারিত ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ২০ লাখ হিট পড়ে। শেষ খবর পর্যন্ত পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনে মোট টিকিটের ৯৫ শতাংশ বিক্রি শেষ হয়।
যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় শুরু হয়েছে। তবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।
এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।