ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সাথে বাংলালিংকের চুক্তি

স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল সমাধানের অংশী হতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। বৃহস্পতিবার এ নিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারে সম্প্রতি চুক্তিটি সই হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজীন ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।
অনুষ্ঠানে বাংলালিংকের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মাদ ফয়জুল করিম ও এন্টারপ্রাইজ বিজনেসের করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার শাহিনাজ হোসেন।
চুক্তির অধীনে, নিরবিচ্ছিন্ন ভয়েস ও ডেটা কানেক্টিভিটি নিশ্চিতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের কর্মীদের জন্য কর্পোরেট সংযোগ, প্রতিষ্ঠানটিতে উন্নত ডিজিটাল সেবা যেমন লোকেশন-ভিত্তিক মোবাইল বিজ্ঞাপন ও এসএমএস ব্রডকাস্টিং সেবা প্রদান করবে। এ সুবিধা হাসপাতালটিকে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক গ্রাহকদের কাছে সঠিক বার্তা পৌঁছাতে সহায়তা করবে বাংলালিংক।
এ নিয়ে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজীন বলেন, “উদ্ভাবনী ডিজিটাল অপারেটর হিসেবে, বাংলালিংক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষমতায়নের মাধ্যমে তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে এবং প্রবৃদ্ধির সুযোগ তৈরির লক্ষ্য নিজে কাজ করে। এরই ধারাবাহিকতায়, আমরা ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সাথে অংশীদারিত্ব করেছি। এ অংশীদারিত্বের ফলে, ডিজিটাল সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহীতারা আরও বেশি উপকৃত হবেন। আমাদের বিশ্বাস, এ অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।”
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার এ. এম. এম. মহসিন বলেন, “এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা উদ্ভাবন, অংশীদারিত্ব ও উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছি। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও বাংলালিংকের এ চুক্তি স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে সবার অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা ও দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠান দু’টির যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো এবং ডিজিটাল সক্ষমতার মাধ্যমে আমরা বিশ্ব মানসম্পন্ন ক্যান্সার চিকিৎসা, উন্নত চিকিৎসাসেবা এবং সহমর্মিতামূলক সেবা নিশ্চিত করতে পারব বলে আশাবাদী।”