অ্যাকাডেমিক গবেষণায় ৫০ মিলিয়ন ডলারের কর্মসূচি নিয়েছে ওপেনএআই

ওপেনএআই অ্যাকাডেমিক গবেষণায় সহায়তা করতে ৫০ মিলিয়ন ডলারের অনুদান কর্মসূচি চালু করেছে। নতুন কনসোর্টিয়াম নেক্সটজেনএআই এর মাধ্যমে হার্ভার্ড, অক্সফোর্ড ও এমআইটির মতো ১৫টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে এআই-ভিত্তিক গবেষণায় সহায়তা দেওয়া হবে। খবর টেকক্রাঞ্চ।
ওপেনএআই জানিয়েছে, এই কর্মসূচির আওতায় শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা অনুদান, কম্পিউটিং সুবিধা এবং এপিআই অ্যাক্সেস পাবেন। এটি পরবর্তী প্রজন্মের গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি এআই-কে এগিয়ে নিতে সহায়ক হবে।
এই কর্মসূচি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রে এআই গবেষণার সরকারি অনুদান সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এআই বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে, যা ভবিষ্যৎ গবেষণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে, ওপেনএআই প্রতিযোগিতামূলক এআই খাতে নিরপেক্ষ নয়। এটি গবেষক ও শিক্ষার্থীদের নিজস্ব এআই প্ল্যাটফর্ম ব্যবহারে আগ্রহী করে তুলতে পারে, যা প্রতিদ্বন্দ্বী ওপেন-সোর্স টুলগুলোর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
ডিবিটেক/বিএমটি