এআইসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন

৫ মার্চ, ২০২৫  
৫ মার্চ, ২০২৫  
এআইসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন

অ্যাপল নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে, যেখানে এম৩ চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করা হয়েছে। কোম্পানিটি গ্রাহকদের আপগ্রেডের প্রতি আকৃষ্ট করতে এবং বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে এ পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্স।

১১ ইঞ্চি মডেলের দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকে, আর ১৩ ইঞ্চির মূল্য ৭৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে, আর সরবরাহ শুরু হবে ১২ মার্চ থেকে।

অ্যাপল তার ডিভাইসগুলোতে আরও শক্তিশালী চিপ যোগ করছে, যা এআইভিত্তিক কার্যক্রম যেমন—চ্যাটজিপিটি ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়া, ইমেইল ও মেসেজ লেখা এবং ছবি সম্পাদনাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো যখন এআই সমৃদ্ধ ডিভাইস আনতে ব্যস্ত, তখন অ্যাপলও এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায়।

গত মাসে অ্যাপল বাজেটবান্ধব ফোন আইফোন ১৬ই উন্মোচন করে, যার মূল্য প্রায় ৬০০ ডলার। এই মডেলে 'অ্যাপল ইন্টেলিজেন্স' ফিচার যুক্ত করা হয়েছে, যা ভারতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে মধ্যম মানের ফোন ক্রেতাদের আকৃষ্ট করতে পারে।

অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীদের ইমেইল লেখা, বার্তা পাঠানো এবং ছবি সম্পাদনার মতো কাজ করতে সহায়তা করে। যদিও গত সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচনের সময় এই ফিচার ছিল না, তবে পরে বিভিন্ন ভাষা ও অঞ্চলে পর্যায়ক্রমে এআই ফিচার চালু করা হয়েছে।

অ্যাপল জানিয়েছে, সাধারণ আইপ্যাড আপডেট করা হলেও এতে এআই ফিচার যুক্ত করা হয়নি। নতুন সংস্করণে বেস মডেলের স্টোরেজ দ্বিগুণ করা হয়েছে এবং এতে এ১৬ চিপ ব্যবহার করা হয়েছে।

গত বছরের ছুটির মৌসুমে আইপ্যাড বিক্রি ৮.০৯ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, যা বাজার বিশ্লেষকদের ৭.৩২ বিলিয়ন ডলারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। তিন মাসের মধ্যে বিক্রিত আইপ্যাডগুলোর অর্ধেকের বেশি নতুন গ্রাহকদের কাছে গেছে বলে জানিয়েছে অ্যাপল।

ডিবিটেক/বিএমটি