জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্স-এর ঈদ অফার

Mar 4, 2025 - 07:48
Mar 4, 2025 - 07:56
জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্স-এর ঈদ অফার

ঈদ উপলক্ষ্যে দেশজুড়ে এপেক্স’র ৩শ’টি আউটলেটে কমপক্ষে ৩ হাজার টাকার পণ্য কিনলে ৩শ’ টাকা ছাড় পাবেন জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা।  যে কোন এপেক্স আউটলেট বা অনলাইনে  জুতা কিনে প্রথম ১০ হাজার গ্রাহক অফারটি গ্রহণ করতে পারবেন।

এ লক্ষে রাজধানীর গুলশানে অ্যাপেক্স হেড অফিসে সম্প্রতি  গ্রামীণফোন এর সঙ্গে একটি ব্যবসায় চুক্তি করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং রায়হান কবির এ বিষয়ক চুক্তিটি সই করেন। 

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি জানিয়েছেন, অফারটি গ্রহণ করতে ‘APEX’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে জিপিস্টার গ্রাহকদের (প্লাটিনাম ও সিগনেচার স্টার গ্রাহক)। এরপর ছাড়ের জন্য তারা এসএমএস’র মাধ্যমে একটি ক্যুপন কোড পাবেন যা আউটলেটে দেখাতে হবে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, এই চুক্তির ফলে  জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্সে তাদের কেনাকাটা আরো আনন্দময় হয়ে উঠবে।