২০৩০ পর্যন্ত পেছালো ইন্টেলের ওহাইও চিপ কারখানার প্রকল্প

চিপ নির্মাতা ইন্টেল তাদের ২৮ বিলিয়ন ডলারের চিপ উৎপাদন প্রকল্পের সময়সীমা আরও পেছানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, নিউ অ্যালবানি শহরে প্রথম কারখানাটি ২০৩০ সালের আগে সম্পন্ন হবে না, এবং চালু হতে পারে ২০৩০-৩১ সালের মধ্যে। খবর রয়টার্স।
প্রকল্পটি মূলত পাঁচ বছর আগে সম্পন্ন হওয়ার কথা থাকলেও ব্যয় সংকোচনের কারণে ইন্টেল এই সিদ্ধান্ত নিয়েছে। চিপ উৎপাদনের ঠিকাদারি ব্যবসায় নামার পর সংস্থাটি বড় ধরনের আর্থিক চাপে পড়ে, যার ফলে ব্যালেন্স শিট সামলাতে কোম্পানিকে এই পদক্ষেপ নিতে হয়েছে।
ইন্টেল ফাউন্ড্রি ম্যানুফ্যাকচারিং বিভাগের জেনারেল ম্যানেজার নাগা চন্দ্রশেখরান এক বার্তায় বলেন, "আমরা বাজার চাহিদার সাথে কারখানার কার্যক্রম সামঞ্জস্য করতে এবং মূলধন ব্যবস্থাপনা দায়িত্বশীলভাবে পরিচালনা করতে এই পরিবর্তন করছি।"
এদিকে, ওহাইওতে ইন্টেলের দ্বিতীয় কারখানাটির নির্মাণ কাজ ২০৩১ সালে শেষ হবে এবং ২০৩২ সালে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
সংবাদটি প্রকাশের পর ইন্টেলের শেয়ারের দাম ৫% বৃদ্ধি পেলেও পরে কিছুটা কমে ১% বৃদ্ধিতে স্থিতিশীল হয়।
এর আগে, ইন্টেল ব্যাপক ব্যয় সংকোচন পরিকল্পনা নিয়েছিল, যার আওতায় কোম্পানিটি ১৫% কর্মী ছাঁটাই করে, লভ্যাংশ স্থগিত রাখে এবং মূলধনী ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক কাটছাঁটের ঘোষণা দেয়। ইন্টেলের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড জিন্সনার সম্প্রতি রয়টার্সকে জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে সংস্থার পরিচালন ব্যয় ১৭.৫ বিলিয়ন ডলারের মধ্যে রাখাই তাদের লক্ষ্য।
ডিবিটেক/বিএমটি