৫% পতনে বিটকয়েনের দাম ৮৪,২০১ ডলার

২৭ ফেব্রুয়ারি, ২০২৫  
২৭ ফেব্রুয়ারি, ২০২৫  
৫% পতনে বিটকয়েনের দাম ৮৪,২০১ ডলার

বুধবার রাতে বাজারে বড় ধাক্কা খেল বিটকয়েন। বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ৫% পতন হয়ে ৮৪,২০১ ডলারে নেমে এসেছে। গ্রিনিচ মান সময় রাত ২১:৫৬ টায় এ মূল্য পতন রেকর্ড করা হয়। খবর রয়টার্স।

অন্যদিকে, দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম (ইথার) উল্টো চিত্র দেখিয়েছে। রাত ২২:০৬ টার হিসাবে ইথারের দাম ১.৫৮% বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বাজার অস্থিরতা ও বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা বিটকয়েনের দামে প্রভাব ফেলেছে।

ডিবিটেক/বিএমটি