এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ড জিতলো গ্রামীণফোন

টেলিকম সবোয় দুটি পুরষ্কার জিতেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। পুরষ্কার দুটি হচ্ছে ইএসজি ইনিশিয়েটিভ অব দ্যা ইয়ার - বাংলাদেশ ও মোবাইল অপারেটর অব দ্যা ইয়ার – বাংলাদেশ।
সোমবার অপারেটরিটির পক্ষ থেকে জানানো হয় সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। সম্মাননা গ্রহণ করেন গ্রামীণফোনের ৫ কর্মকর্তা।
এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “আর্থ-সামাজিক অগ্রগতিতে ইন্টারনেট ও সংযোগের শক্তির ওপর বিশ্বাস করে গ্রামীণফোন। ডিজিটাল অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে আমরা সংকল্পবদ্ধ। এই স্বীকৃতিগুলো গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন, স্থায়ীত্ব এবং সবার জন্য সংযোগ- এসব বিষয়ে আমাদের একাগ্রতার প্রতিফলন।বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে কেউ যেন পিছিয়ে না থাকেন তা নিশ্চিত করতে কাজ করে যাব আমরা।”