পদত্যাগ করেননি উপদেষ্টা নাহিদ ইসলাম

২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
পদত্যাগ করেননি উপদেষ্টা নাহিদ ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলমান। আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। জানাগেছে, এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।

বর্তমানে অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে রবিবার রাতে যমুনায় সাক্ষাৎ করতে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। এসময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। 

তবে তিনি পদত্যাগ করেননি নিশ্চিত করেন বলে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। অপর একটি সূত্র জানিয়েছেন, মাঝে মাঝে নাহিদ পতাকা ছাড়াও গাড়িতে চরেন। 

অপরদিকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ নিয়ে খোদ নাহিদই গণমাধ্যমকে বলেন, ‘এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম।