গ্রামীণফোনের ‘আলো’-তে ডিজিটাল রূপান্তর করবে রেডিয়েন্ট ফার্মা

২১ ফেব্রুয়ারি, ২০২৫  
২১ ফেব্রুয়ারি, ২০২৫  
গ্রামীণফোনের ‘আলো’-তে ডিজিটাল রূপান্তর করবে রেডিয়েন্ট ফার্মা

‘উদ্ভাবন এগিয়ে নেওয়া, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য সেরা সেবা নিশ্চিত করতে’ টেলিযোগাযোগ সেবার কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে ‘কৌশলগত অংশীদারি চুক্তি’ করেছে ওষুধখাতের কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালি চুক্তিতে সই করেন।

গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই কৌশলগত সহযোগিতার আওতায় অত্যাধুনিক ‘ডিজিটাল সলিউশনের’ সমন্বয় করবে গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস; যা ব্যবসায়িক কার্যক্রমকে আরো কার্যকর করে তোলা ও যোগাযোগের মানোন্নয়নের পাশাপাশি গ্রাহক অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে।

“এছাড়া এই পার্টনারশিপের আওতায় অত্যাধুনিক আইসিটি, গ্রামীণফোনের ‘আলো’ আইওটি প্রোডাক্টস ও মোবিলিটি সলিউশনকে কাজে লাগানো হবে। ফলে শিল্পখাতের চাহিদা পূরণে এবং সার্বিকভাবে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ হবে, কার্যকারিতা বাড়বে এবং নতুন নতুন ডিজিটাল সেবা চালু হবে।”

দেশের দুই শিল্প খাতের ‘অন্যতম শীর্ষ’ কোম্পানি দুটির পারদর্শিতা ও প্রযুক্তিগত সক্ষমতার এই সমন্বয়কে ‘তাৎপরর্যপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই পার্টনারশিপের লক্ষ্য শিল্পখাতে উদ্ভাবনের ধারায় নতুন মাত্রা যোগ করা, পাশাপাশি কৌশলগত পদক্ষেপ বৃদ্ধি করতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেওয়া।”

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, “ওষুধ শিল্পে ডিজিটাল সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় আমরা পরিচালনগত প্রক্রিয়াকে আরো কার্যকর, সংযোগকে আরো উন্নত এবং বাড়তি অনেক সুবিধা নিশ্চিত করতে পারব।”