সম্মেলনে জেলাপ্রশাসকদের প্রযুক্তি সুবিধার ৬ প্রস্তাব

Feb 17, 2025 - 22:43
Feb 18, 2025 - 00:07
সম্মেলনে জেলাপ্রশাসকদের প্রযুক্তি সুবিধার ৬ প্রস্তাব


ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্র সংক্রান্ত নীতিমালা প্রণয়ন; মাঠ প্রশাসনে কর্মরত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা চালু; প্রাথমিক পর্যায়ে আইসিটি শিক্ষার মান উন্নয়নের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ; ই-জিপিতে অনলাইনে হাট-বাজার ইজারা কার্যক্রম গ্রহণের উপযোগী সফটওয়্যার আপগ্রেড করা; অনলাইন ইজারা কার্যক্রম গ্রহণ এবং অপরাধ ও এনআইডি ডাটাবেজে ডিসি এবং ইউএনও-দের প্রবেশাধিকারের প্রস্তাব চেয়েছেন জেলাপ্রশাসকেরা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন ১৭ ফেব্রুয়ারি এসব প্রস্তাবের কথা জানাগেছে। এর আগে ডিসি সম্মেলনকে সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এক হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গত শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

অপরাধ ও এনআইডি ডাটাবেজে প্রবেশের অনুমতি চান ডিসি-ইউএনওরা

জানাগেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে চতুর্থ কার্য-অধিবেশনে (বেলা ১১টা ১ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট) হবে। এসব প্রযুক্তি ভিত্তিক প্রস্তাবসহ অন্য প্রস্তাবগুলো উঠতে পারে। অধিবেশন উপলক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত ২১টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ৭টি, আইন ও বিচার বিভাগ সংক্রান্ত ৪টি প্রস্তাব দিয়েছেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা।  

সূত্রমতে, অপরাধ ও এনআইডি ডাটাবেজে ডিসি এবং ইউএনও-দের অ্যাক্সেসের প্রস্তাব দিয়েছেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম । প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে জেলা বা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। জেলা ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখিত ডাটাবেজে অ্যাক্সেস দেওয়া হলে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারদের অ্যাক্সেস দেওয়া হলে তা জরুরি সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।