এনআইডি-জন্মসনদের তথ্যে মিলবে পাসপোর্ট
তথ্যযাচাইয়ে সার্ভার থেকে দেয়ে হবে না নাগরিকদের পুরো তথ্য

জনভোগান্তি কমিয়ে পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
একইদিনে সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, তথ্যফাঁস রোধে কোনো প্রতিষ্ঠানকেই আর সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেওয়া হবে না। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ উদ্যোগ নেয়ায় পেন্ডিং আবেদন ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার সময় থেকে এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আবেদন নিষ্পত্তি হয়েছে।
নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মহাপরিচালক আরও জানান, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য চেয়ে যাচাই করতে চাইবে, তা নির্বাচন কমিশন থেকে সঠিক না ভুল, তা জানাবে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে কর্মরতদের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে।
আগে তথ্যফাঁস হওয়ার ঘটনা ঘটেছে জানিয়ে হুমায়ুন কবির আরও বলেন, নির্বাচন কমিশন থেকে কমিটি করা হবে, যে কমিটি অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে।
সূত্রমতে, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্ট নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদান করতে হবে। পাসপোর্ট আবেদনের তথ্য জাতীয় পরিচয়পত্র ডাটাবেজ বা জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যাচাই করা হলে তা বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩এর৫(২) ধারার উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হবে।