অনলাইনে সেবা বাড়ানোর তাগিদ প্রধান উপদেষ্টার

রবিবার বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিকেলে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৬৪ জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এই সম্মিলনে সরকারের উপদেষ্টা, নীতি নির্ধারকসহ শিক্ষার্থী প্রতিনিধির সাথে যোগ দেন তিনি।
প্রথম দিনের সমাপনীতে উপদেষ্টা উপস্থিত জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেছেন, এখন থেকে প্রতি মাসে জেলা প্রশাসকদের কাজের উপর র্যাংকিং পদ্ধতি চালু করা হবে এবং তা নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ হবে।
উপদেষ্টাদের বক্তব্য শেষে প্রধান উপদেষ্টার হাতে অনুষ্ঠানের স্মারক উপহার তুলে দেয়া হয়। পরে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে সম্ভাবনাকে কাজে লাগাতে যে কোনো মূল্যে দুর্নীতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘চেষ্টা করবো, তবে পরিষ্কারভাবে ধরতে পারবে না কোথায় কী হচ্ছে। কিন্তু এটাতে আমরা পারবো। এটা শুধু অনলাইন সার্ভিস প্রভাইড করা। এটাতে সফল হলে আরো উৎসাহ আসবে। বহু রকমের বুদ্ধি আছে।’
এসময় সরকারি সেবাতে অনলাইনে সেবা প্রদানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।