‘হেট স্পিচ’ দমনে আরও পদক্ষেপ নেবে ফেসবুক, এক্স ও ইউটিউব: ইইউ

২১ জানুয়ারি, ২০২৫  
‘হেট স্পিচ’ দমনে আরও পদক্ষেপ নেবে ফেসবুক, এক্স ও ইউটিউব: ইইউ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইলন মাস্কের এক্স, এবং গুগলের ইউটিউবসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইনে ঘৃণামূলক বক্তব্য কমানোর জন্য নতুন পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হালনাগাদ আচরণবিধি এখন ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের (ডিএসএ) আওতায় অন্তর্ভুক্ত হবে বলেও জানানো হয়। খবর রয়টার্স।

২০১৬ সালে চালু হওয়া এই আচরণবিধিতে ডেইলিমোশন, ইনস্টাগ্রাম, মাইক্রোসফট, টিকটক ও টুইচের মতো প্ল্যাটফর্মও অংশ নিয়েছে।

ইইউ প্রযুক্তি কমিশনার হেনা ভিরক্কুনেন বলেছেন, “ইউরোপে অবৈধ ঘৃণার কোনো স্থান নেই, অনলাইনে বা অফলাইনে যেখানেই হোক।”

নতুন নীতির অধীনে, কোম্পানিগুলো বিশেষজ্ঞ সংস্থাগুলোর মাধ্যমে ঘৃণামূলক বক্তব্যের নোটিশ পর্যালোচনা করবে এবং এর দুই-তৃতীয়াংশ ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করবে। এছাড়া, তারা স্বয়ংক্রিয় সরঞ্জাম ব্যবহার করে ঘৃণামূলক কনটেন্ট সনাক্ত করবে এবং মডারেশন প্রক্রিয়া স্পষ্ট করবে।

কোম্পানিগুলো দেশভিত্তিক ডেটাও সরবরাহ করবে, যেখানে বর্ণ, ধর্ম, লিঙ্গ পরিচয় বা যৌন প্রবণতা অনুযায়ী ঘৃণামূলক বক্তব্যের শ্রেণিবিন্যাস থাকবে। ইইউ বলছে, এসব পদক্ষেপের সফলতা আইন প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।