ক্যম্পাস-ভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মেয়েদের দল

ক্যাম্পাসভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতা ওভার দ্য ওয়াল-এর তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল, টিম পাওয়ারপাফ গার্লস। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবসায় ধারণা নিয়ে অনুষ্ঠিত এই ফ্ল্যাগশিপ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর, টিম কওডন ব্লু এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর টিম এক্লিপ্স।
বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন দল ভারতে অবস্থিত ম্যারিকো লিমিটেডের হেড অফিসে ইন্টার্ন করার সুযোগ পেলো। আর প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ হওয়া দলগুলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।
জানাগেছে, ওয়ার্কশপ, মেন্টরশিপ প্রোগ্রাম এবং ক্যাম্পাস অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩৩টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৫,০০০জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। গত ২০ জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ৬টি দল। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু, কোলগেট-পামোলিভ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিরাজ কুমার, স্বপ্ন এসিআই লজিস্টিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির এবং কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেডের অংশীদার রুহিনা হালিম।
এই বিষয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু বলেন, “ওভার দ্য ওয়াল একটি প্রতিযোগিতার চাইতেও আরও বেশি কিছু; এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ভবিষ্যতের নেতৃত্বকে অনুপ্রাণিত করে। এই বছরের অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা, সৃজনশীলতা এবং দৃঢ়তা দিয়ে আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা তাদের বিকাশের সঙ্গী হতে পেরে গর্বিত এবং তাদের আগামী সাফল্য প্রত্যাশী।”