স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা ও অ্যাডভাইজরি বোর্ড পুণর্গঠিত

১০ ফেব্রুয়ারি, ২০২৫  
স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা ও অ্যাডভাইজরি বোর্ড পুণর্গঠিত

পুনর্গঠিত হলো রাষ্ট্রীয় ভেঞ্চর প্রতিষ্ঠান স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড এবং অ্যাডভাইজরি বোর্ড। নতুন করে পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান তানভীর আলী এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বেসরকারি খাতের উন্নয়ন ও নীতি সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অপর দিকে তানভীর আলী ১৭টিরও অধিক বাংলাদেশি স্টার্টআপে বিনিয়োগ করেছেন।

নবগঠিত এ কমিটিতে আরো রয়েছেন রয়েছেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের পলিসি এডভাইজর ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার রাশনা ইমাম, কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান তানভীর আলী, রকমারির প্রতিষ্ঠাতা এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।

পূর্ববর্তী কমিটি’র মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে স্টার্ট-আপ বাংলাদেশ-এর ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি কমিটি পুনঃগঠন করা হয়। নতুন কমিটিতে এবার বেসরকারি খাত হতে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। ইতঃপূর্বে বেসরকারি খাত হতে কোম্পানির পরিচালনা পর্ষদে ছিলেন শুধুমাত্র শান্তা এসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান আরিফ খান । সম্প্রতি আরও দুইজন স্বতন্ত্র পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে কোম্পানির ৯ সদস্যের পরিচালনা পর্ষদের এক তৃতীয়াংশই হচ্ছেন বেসরকারি খাত হতে।