চুয়েটে ইনসেপশন ও লার্নিং অ্যাসেসমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

১৪ জানুয়ারি, ২০২৫  
চুয়েটে ইনসেপশন ও লার্নিং অ্যাসেসমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে “ইনসেপশন ওয়ার্কশপ: প্লাস্টিক বর্জ্য পরিমাপ এবং পাট প্রতিস্থাপন” এবং বিকেলে “হ্যান্ডস-অন-ট্রেইনিং অন টিচিং-লার্নিং এন্ড এসেসমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এরমধ্যে চুয়েট-এর পুরকৌশল বিভাগের অধীন সাসটেইনেবল ক্যাপাসিটি বিল্ডিং টু রিডিউস ইররিভার্সিবল পলিউশন বাই প্লাস্টিকস (এসসিআইপি প্লাস্টিকস) প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। আমন্ত্রিত অতিথি ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসিফুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জি. মো: আজিজুর রহমান।

প্রকল্পটি চুয়েটের পুরোকৌশল বিভাগে চলমান একটি প্রজেক্ট, যা জার্মান সরকারের পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ,পারমাণবিক নিরাপত্তা এবং ভোক্তা অধিকার সুরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত, প্রকল্পটির নেতৃত্বে আছে জার্মানির বাউহাউস ইউনিভার্সিটি ভাইমার।

চুয়েট ক্যাম্পাসে এবং ছাত্র-ছাত্রীদের আবাসিক হল গুলোতে প্লাস্টিক বর্জ্য উৎপাদন হার নির্ণয় ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে জুটের ব্যবহার সম্পর্কিত একটি উদ্যোগ এই প্রকল্প থেকে গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগে সার্বিক সহযোগিতা এবং কর্মপদ্ধতি শিখন এর উদ্দেশ্যে পুরোকৌশল বিভাগের কয়েকজন শিক্ষার্থী এস সি আই পি প্লাস্টিক প্রজেক্ট এর সাথে সম্পৃক্ত থাকবে। এরই ধারাবাহিকতায় এবার চুয়েটের প্লাস্টিক বর্জ্য উৎপাদন হার নির্ণয় ও প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার সম্পর্কিত কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “হ্যান্ডস-অন-ট্রেইনিং অন টিচিং-লার্নিং এন্ড এসেসমেন্ট” প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া ও চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। সঞ্চালন করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।