বায়োমেট্রিক ডেটা আপলোডে গতি আনতে মাঠ পর্যায়ে নির্দেশনা ইসির

২৪ জুলাই, ২০২৫ ২২:০০  
২৫ জুলাই, ২০২৫ ০০:০১  
বায়োমেট্রিক ডেটা আপলোডে গতি আনতে মাঠ পর্যায়ে নির্দেশনা ইসির

মাঠপর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করা হলেও সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে আপডেট হয়নি। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা। বিশেষ করে দ্বিতীয় দফায় বায়োমেট্রিক দিলেও অনেকের ১০ আঙ্গুলের ছাপ এখনও নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে যুক্ত হয়নি। এই সমস্যা দ্রুত সমাধানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি নির্দেশনাটি সিস্টেম ম্যানেজার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, যেসব ভোটার স্মার্ট কার্ড গ্রহণকালে দ্বিতীয় দফায় বায়োমেট্রিক প্রদান করেছেন সেসব ভোটারগণের ডাটা দ্রুততম সময়ে আপডেট করতে হবে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসারগণ সিস্টেম ম্যানেজার (কারিগরি) এর সাথে নিয়মিত যোগাযোগ/সমন্বয় করবেন।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখের মতো। এদের মধ্যে সাত কোটির মতো নাগরিক স্মার্টকার্ড নিয়েছেন, তাদেরই অনেকের আঙ্গুলের ছাপ সার্ভারে অন্তর্ভুক্ত করতে বলেছে ইসি।

জানাগেছে, সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় জাতীয় পরিচয়পত্র ব্যবস্থায় সমন্বয়হীনতার কারণে অনেক ভোটার ভোগান্তিতে পড়ছেন বলে অবহিত করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।  তিনি বলেন, ‘মাঠপর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করা হলেও অনেকক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে আপডেট হয়নি। ফলে ভোটাররা ভোগান্তির শিকার হচ্ছেন।’

এরই পরিপ্রেক্ষিতে এই ভোটারদের ডাটা আপডেট করার কার্যক্রম তরান্বিত করার সিদ্ধান্ত হয় সভায়। 

উল্লেখ্য, সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১২ কোটি  ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। আর এখনও এই সেবার বাইরে রয়েছেন ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন।