টিকটকের জন্য যুক্তরাষ্ট্রে ক্রেতা প্রস্তুত: ট্রাম্প

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৮  
টিকটকের জন্য যুক্তরাষ্ট্রে ক্রেতা প্রস্তুত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের বাইটড্যান্স–এর মালিকানাধীন জনপ্রিয় অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে চালু থাকবে এবং এর মার্কিন সম্পদ দেশটিরই মালিকানায় হস্তান্তর হবে। এতে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটতে পারে। খবর রয়টার্স।

ট্রাম্প মঙ্গলবার বলেন, “আমাদের টিকটকের জন্য একটি চুক্তি হয়েছে... অনেক বড় বড় কোম্পানি এটি কিনতে আগ্রহী।” তবে তিনি সম্ভাব্য ক্রেতাদের নাম প্রকাশ করেননি। তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পাদিত এ চুক্তিকে দুই দেশের জন্যই ইতিবাচক বলে উল্লেখ করেন এবং বলেন, এতে দশ বিলিয়ন ডলারেরও বেশি মূল্য সংরক্ষিত হবে।

প্রায় ১৭ কোটি মার্কিন ব্যবহারকারী নিয়ে টিকটক যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় অ্যাপ। তবে ২০২৪ সালে কংগ্রেস একটি আইন পাস করে, যাতে বলা হয় বাইটড্যান্সকে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে হবে। আশঙ্কা ছিল, চীনা সরকার এ তথ্য ব্যবহার করে আমেরিকানদের ওপর নজরদারি বা প্রভাব বিস্তার করতে পারে।

চুক্তিটি কার্যকর হতে ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সময় লাগতে পারে এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে বলে সিএনবিসি জানিয়েছে।

ট্রাম্প বলেন, “শিশুরা টিকটক খুব চায়। অনেক অভিভাবক আমাকে ফোন করেন, তারা নিজের জন্য নয়, বরং তাদের বাচ্চাদের জন্য এটি চান।”

ডিবিটেক/বিএমটি