চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এর মধ্যে ২ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুরে চুয়েট এর পক্ষে চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এর পক্ষ থেকে স্বাক্ষর করেন এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এর চেয়ারম্যান গোলাম বাকী মাসুদ।
চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার উপস্থিতিতে সম্পাদিত চুক্তি অনুযায়ী, এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড থেকে চুয়েট পরিবারের সদস্যরা পাবেন বিভিন্ন স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধায় বিশেষ ছাড়। এর মাধ্যমে চুয়েট পরিবারের সদস্যরা উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণে সক্ষম হবেন
চুক্তিসই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ, চুয়েট মেডিক্যাল সেন্টারের সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ও ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম এবং চুয়েট মেডিক্যাল সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. রাজেশ দেব। এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন এস্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান জনাব গোলাম বাকী মাসুদ, পরিচালক (অর্থ) জনাব জাহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার জনাব অশোক পাল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জনাব মুহাম্মদ আব্দুল কাইয়ুম।