নতুন অর্থায়ন ও আইপিও নিয়ে আলোচনায় মাইক্রোসফট-ওপেনএআই

১১ মে, ২০২৫  
১১ মে, ২০২৫  
নতুন অর্থায়ন ও আইপিও নিয়ে আলোচনায় মাইক্রোসফট-ওপেনএআই

ওপেনএআই ও মাইক্রোসফট তাদের বহু বিলিয়ন ডলারের অংশীদারিত্ব পুনরায় গঠনের জন্য উচ্চপর্যায়ের আলোচনায় রয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। এই আলোচনার লক্ষ্য হলো ওপেনএআই-এর ভবিষ্যৎ শেয়ারবাজারে তালিকাভুক্তি (আইপিও) নিশ্চিত করা, একইসঙ্গে মাইক্রোসফটকে ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত রাখা। খবর রয়টার্স।

খবরে বলা হয়, মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইতে ১৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং তারা ২০৩০ সালের পরের প্রযুক্তির অ্যাক্সেস পেতে কিছু শেয়ার ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

২০১৯ সালের মূল চুক্তির শর্তও পুনর্বিন্যাস করা হচ্ছে। ওপেনএআই ইতিমধ্যে বিনিয়োগকারীদের জানিয়েছে, তারা পুনর্গঠনের অংশ হিসেবে রাজস্বের একটি ছোট অংশ মাইক্রোসফটকে দেবে।

এ বিষয়ে উভয় কোম্পানিই তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

ডিবিটেক/বিএমটি