‘মা দিবস মেলা’ করছে প্যারেন্টিং অ্যাপ টগুমগু

দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু’র আয়োজনে ‘মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই’ প্রত্যয়ে আগামী ১৬ মে, ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বসছে বিশেষ মা দিবস মেলা। বিনামূল্যে মেলায় প্রবেশ গিয়ে মিলবে পুরস্কারও।
দুই দিনের মেলায় থাকছে ৫০টিরও বেশি স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলিব্রিটি ও এক্সপার্ট সেশন, শিশুদের জন্য প্লে-জোন, ফুডকোর্টসহ পরিবারের সব সদস্যের উপযোগী নানা আয়োজন। থাকবে র্যাফেল ড্র, গিফট হ্যাম্পার এবং আকর্ষণীয় সব পুরস্কার।
এছাড়াও টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই মেলায় এন্ট্রি টিকিট ফ্রি পাওয়া যাবে। অংশ নেয়া যাবে বিশেষ কুইজ প্রতিযোগিতায়। জেতার সুযোগ পাবেন। নির্বাচিত ৫০ জন কুইজ বিজয়ী পরিবারসহ আমন্ত্রিত হবেন ১৬ মে অনুষ্ঠিতব্য গালা অনুষ্ঠানে। এছাড়া এই ইভেন্টের নির্বাচিত ১০ জন মেগা বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। অতিরিক্ত ৫০ জন বিজয়ীর বাসায় পৌঁছে যাবে টগুমগুর পক্ষ থেকে বিশেষ উপহার।
মা দিবস উদ্যাপনের অংশ হিসেবে টগুমগু আয়োজন করছে বিশেষ ফেসবুক লাইভ সেশন, যেখানে বিশেষজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ পুষ্টিবিদ ও প্যারেন্টিং এক্সপার্টরা মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও ফিটনেস–বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন।
আয়াজন নিয়ে টগুমগু’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “মায়েরা পরম মমতা ও অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। মা দিবস উপলক্ষে আমাদের এ আয়োজনের মাধ্যমে আমরা তাঁদের সম্মানিত করতে চাই।”
টগুমগুর মা দিবসের আয়োজনে অংশীদার হিসেবে রয়েছে নিউট্রিশন পার্টনার শক্তি+, ফিনান্সিয়াল ওয়েল–বিইং পার্টনার আইডিএলসি, লার্নিং পার্টনার গুফি, ক্রিয়েটিভ পার্টনার কিডস টাইম, গিফট পার্টনার সেবা এক্সওয়াইজেড, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট ও শৈশব, প্লে-জোন পার্টনার বাবুল্যান্ড।