এপ্রিলে ফক্সকনের আয় ২৫.৫৪% বৃদ্ধি

৫ মে, ২০২৫  
৫ মে, ২০২৫  
এপ্রিলে ফক্সকনের আয় ২৫.৫৪% বৃদ্ধি

বিশ্বের সবচেয়ে বড় কন্ট্রাক্ট ইলেকট্রনিক্স নির্মাতা এবং অ্যাপলের প্রধান আইফোন প্রস্তুতকারক তাইওয়ানের ফক্সকন জানিয়েছে যে ২০২৫ সালের এপ্রিল মাসে তাদের আয় বছরে ২৫.৫৪ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় আরও প্রবৃদ্ধি প্রত্যাশা করছে তারা। তবে ফক্সকনের মতে, "বিশ্বজুড়ে পরিবর্তনশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।"

এই উন্নতির পেছনে উচ্চ প্রযুক্তিপণ্যের চাহিদা, আইফোনের উৎপাদন বৃদ্ধি এবং বৈদ্যুতিক যানবাহনের খাতে বিনিয়োগ একটি বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি