ঈদের ছুটিতে সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন ৩০ মার্চ

৫ এপ্রিল, ২০২৫  
৫ এপ্রিল, ২০২৫  
ঈদের ছুটিতে সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন ৩০ মার্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ৯ দিনের ছুটিতে কেউ গ্রামে নিজ বাড়িতে, কেউবা বেড়াতে দেশের বাইরে গেছেন রাজধানী ছেড়ে। তবে এবারের ঈদে প্রতিদিনই ঢাকায় আগত মানুষের চেয়ে বহুগুণে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন ৩০ মার্চ। এ দিন ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ জন ঢাকা ত্যাগ করেন। ওইদিন ঢাকায় এসেছেন মাত্র ৪ লাখ ৯১ হাজার ৮৮ জন। 

অন্যদিকে, সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরেছেন ৩ এপ্রিল। এ দিন ঢাকায় প্রবেশ করেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। কিন্তু একই দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৮ লাখ।

শনিবার (৫ এপ্রিল) টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে করা এই হিসাবটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  

বিটিআরসি’র হিসাব বলছে, ঈদ উদ্‌যাপনে গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল ৭ দিনে১ কোটি ৭২ লাখ ৯ হাজার ১৫৫ মোবাইল সিমধারী ঢাকার বাইরে গেছেন।  বিপরীতে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন। 

আগামীকাল রবিবার অফিস–আদালত চালু হচ্ছে। সেই হিসাবে  ঈদের ছুটি শেষে শুক্রবার (৪ এপ্রিল) সবচেয়ে বেশি ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ সিমধারী ঢাকায় ফিরেছেন।

নির্দিষ্ট অপারেটরভিত্তিক তথ্য বলছে, প্রতিদিনই গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের গ্রাহকদের বড় একটি অংশ রাজধানী ত্যাগ করেছেন। ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত শুধু গ্রামীণফোনের ৬৩ লাখ ৭৫ হাজারের বেশি গ্রাহক ঢাকা ছেড়েছেন। 

পরিবহনবিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ২০ লাখ মানুষ। আর এই সাত দিনের হিসাব বিশ্লেষণ করে দেখাগেছে, এ বছর প্রতিদিন গড়ে ১৫ লাখ ৩২ হাজার ৭৩৬ জন ঢাকা ছেড়েছেন। 

প্রসঙ্গত, সিমধারী বলতে একক মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে; যাদের অনেকে মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।