ঈদে বিশেষ ক্যাম্পেইন চালু করল পাঠাও রেন্টালস

ঈদ উপলক্ষে যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক করতে পাঠাও চালু করেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদে কোথাও যেতে চাও, পাঠাও রেন্টালস বুক নাউ!’। ক্যাম্পেইনের আওতায় ব্যবহারকারীরা সহজেই পাঠাও রেন্টালস-এর মাধ্যমে বিভিন্ন ধরনের যানবাহন ভাড়া নিতে পারবেন, যা তাদের যাত্রাকে আরও নিরাপদ ও আরামদায়ক করবে।
গ্রাহকদের সুবিধার্থে পাঠাও রেন্টালস সেডান, এসইউভি, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া নেওয়ার সুযোগ দিচ্ছে। প্রশিক্ষিত চালক ও অ্যাপভিত্তিক সহজ বুকিং ব্যবস্থা থাকায় যাত্রীরা নিরবচ্ছিন্ন ও নিশ্চিন্ত সেবা উপভোগ করতে পারবেন।
পাঠাও সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার ঈদে পাঠাও রেন্টালস-এর বুকিং প্রায় তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত যাত্রার পাশাপাশি কর্পোরেট গ্রাহকদের জন্যও পাঠাও রেন্টালস সেবা প্রদান করছে। ইতিমধ্যে অপসোনিন ফার্মা তাদের বিভিন্ন কাজে পাঠাও রেন্টালস-এর পরিবহন ব্যবহার করছে।
পাঠাও রেন্টালস-এ গাড়ি বুকিংয়ের পদ্ধতি
১. পাঠাও অ্যাপ চালু করে ‘রেন্টালস’ অপশনে ক্লিক করতে হবে।
২. প্রয়োজন অনুযায়ী গাড়ির ধরন বেছে নিতে হবে।
৩. যাত্রার সময় নির্ধারণ করতে হবে (ঘণ্টা, দিন বা প্রয়োজন অনুযায়ী)।
৪. বুকিং নিশ্চিত করার পর অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
৫. নির্ধারিত সময়ে গাড়ি পাওয়া যাবে এবং নিরাপদে গন্তব্যে যাওয়া সম্ভব হবে।
এছাড়া, পাঠাও অ্যাপ ব্যবহার ছাড়াও ০৯৬৭৭৭০০০০০ নম্বরে কল দিয়ে সহজেই গাড়ি ভাড়া নেওয়া যাবে। পাঠাও রেন্টালস ঈদের ব্যস্ত সময়ে স্বচ্ছ ভাড়া নীতি ও দক্ষ চালকদের মাধ্যমে যাত্রীদের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করছে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবায় শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখের বেশি চালক ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজারের বেশি রেস্টুরেন্ট যুক্ত রয়েছে। দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি পাঠাও প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
ডিবিটেক/বিএমটি