৩৪ হাজার ডলারে বিক্রি হলো ৫৬০ পাউন্ডের টুইটার লোগো

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের অন্যতম প্রতীকী লোগো "ল্যারি" নিলামে ৩৪,৩৭৫ ডলারে বিক্রি হয়েছে। এটি টুইটারের সান ফ্রান্সিসকো সদর দফতরের বহির্ভাগে স্থাপিত দুটি বিশালাকার পাখির প্রতিকৃতির একটি, যা সংস্থাটির পুনঃব্র্যান্ডিংয়ের পর সরিয়ে ফেলা হয়। খবর এনগ্যাজেট।
নিলাম সংস্থা আরআর অকশনের পূর্বাভাস ছিল এটি ৪০ হাজার ডলার পর্যন্ত বিক্রি হতে পারে। যদিও তা কিছুটা কম মূল্যে বিক্রি হয়েছে, এটি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
১২ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রশস্ত এই প্রতিকী লোগের ওজন প্রায় ৫৬০ পাউন্ড। নিলামে বিজয়ী ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তিনি নিজ খরচে সান ফ্রান্সিসকোর সংরক্ষণাগার থেকে এটি স্থানান্তরের ব্যবস্থা করবেন।
তবে, এটি প্রথমবার নিলামে তোলা হয়নি। ২০২২ সালে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর, ২০২৩ সালে সংস্থাটির কার্যালয়ের বিভিন্ন সামগ্রী নিলামে বিক্রি হয়। তখন টুইটারের আরও একটি বিশাল লোগো অজানা মূল্যে বিক্রি হয়েছিল, আর অফিসের একটি ছোট সংস্করণ ১ লাখ ডলারে নিলামে ওঠে।
ডিবিটেক/বিএমটি