বিওয়াইডির নতুন সুপার-চার্জিং প্রযুক্তি উন্মোচন

১৮ মার্চ, ২০২৫  
১৮ মার্চ, ২০২৫  
বিওয়াইডির নতুন সুপার-চার্জিং প্রযুক্তি উন্মোচন

চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি নতুন সুপার-চার্জিং প্রযুক্তি উন্মোচন করেছে, যা মাত্র পাঁচ মিনিটের চার্জে ৪০০ কিলোমিটার চলতে পারবে। প্রতিষ্ঠানটি চীনজুড়ে নিজস্ব চার্জিং নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে। খবর রয়টার্স।

বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু জানিয়েছেন, নতুন "সুপার ই-প্ল্যাটফর্ম" ১,০০০ কিলোওয়াট ক্ষমতার চার্জিং গতি প্রদান করবে, যা টেসলার সর্বশেষ ৫০০ কিলোওয়াট সুপারচার্জারের চেয়ে দ্বিগুণ দ্রুত। এই প্রযুক্তি ইভি চালকদের চার্জিং নিয়ে উদ্বেগ কমাবে এবং বৈদ্যুতিক গাড়ির গ্রহণযোগ্যতা বাড়াবে।

প্রাথমিকভাবে নতুন প্রযুক্তি দুটি মডেলে – হান এল সেডান ও ট্যাং এল এসইউভিতে ব্যবহার করা হবে, যেগুলোর মূল্য ২,৭০,০০০ ইউয়ান থেকে শুরু হবে। বিওয়াইডি চীনে ৪,০০০-এর বেশি অতিদ্রুত চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও করেছে। তবে এই প্রকল্পের জন্য কত সময় লাগবে বা বিনিয়োগের পরিমাণ কত হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বিওয়াইডি ২০২৪ সালে ৪.২ মিলিয়ন গাড়ি বিক্রি করেছিল এবং ২০২৫ সালে ৫-৬ মিলিয়ন গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ডিবিটেক/বিএমটি