বদলে গেলো বুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি ও ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম

৬ ফেব্রুয়ারি, ২০২৫  
বদলে গেলো বুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি ও ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সেন্ট্রাল লাইব্রেরির নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করেছেন শিক্ষার্থীরা।একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বুয়েটের সেন্ট্রাল লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি’ রাখেন তারা।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) বুয়েট সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া সই করা এক অফিস আদেশে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে স্বাধীনতা হল করা হলো।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ।

স্ট্যাটাস দেয়ার পরদিন গ্রামের বাড়ি থেকে হলে ফিরলে ছাত্রলীগের নির্যাতনে ২০১৯ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এদিন রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ।

ফেসবুকে স্ট্যাটাসটি দেয়ার সময় আবরার কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে ছিলেন। পরদিন ৬ অক্টোবর বিকালে তিনি বাড়ি থেকে বুয়েটের হলে ফেরেন। ওই দিনই শেরেবাংলা হলের গেস্টরুমে আসামিরা সভা করে বুয়েটের ১৭তম ব্যাচের ছাত্র আবরারকে হত্যার সিদ্ধান্ত নেয়।