এবছর গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ২০-২১ মে

এবছর গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’ আগামী ২০-২১ মে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রযুক্তি জায়ান্টটি। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউর শোরলাইন অ্যাম্পিথিয়েটারে এই ইভেন্ট আয়োজিত হবে, যা গুগল সদর দফতর থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। খবর টেকক্রাঞ্চ।
এই দুই দিনব্যাপী সম্মেলনে সাধারণ দর্শক ও ডেভেলপারদের জন্য বিভিন্ন সেশন থাকবে। গুগলের সিইও সুন্দর পিচাই ২০ মে সকালে মূল বক্তৃতা দিয়ে ইভেন্টের সূচনা করবেন। এরপর ডেভেলপারদের জন্য বিশেষ ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে।
গত বছর সম্মেলনে গুগলের জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম জেমিনি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, এবং এবারও একই রকম এআই-সংক্রান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। মাইক্রোসফট, ওপেনএআই ও ডিপসিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় গুগল এআই-এর উন্নয়নে আরও জোর দিচ্ছে।
যারা কয়েক মাস অপেক্ষা করতে চান না, তাদের জন্য আই/ও ২০২৫ ওয়েবসাইট ইতোমধ্যেই চালু করা হয়েছে, যেখানে গেমা, গুগল এআই স্টুডিও ও নোটবুকএলএম-সহ আগের বছরের কিছু ডেভেলপার কনটেন্ট রয়েছে।
ডেভেলপার সম্মেলনের মৌসুম এনভিডিয়ার জিটিসি (১৭-২১ মার্চ) দিয়ে শুরু হবে, এরপর মাইক্রোসফট বিল্ড (১৯-২২ মে) এবং অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি (জুনে) অনুষ্ঠিত হবে। তাই এবার গুগলকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।