এআই খাতে ১০৯ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা ম্যাক্রোঁর

১০ ফেব্রুয়ারি, ২০২৫  
এআই খাতে ১০৯ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা ম্যাক্রোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, প্যারিসে অনুষ্ঠিতব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে বেসরকারি খাতের বিনিয়োগের পরিমাণ ১০৯ বিলিয়ন ইউরোতে পৌঁছাবে। সোমবার শুরু হওয়া এই সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই বিশাল বিনিয়োগের ঘোষণা দেবে। খবর রয়টার্স।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, কানাডিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান ব্রুকফিল্ড ফ্রান্সে এআই প্রকল্পে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত আগামী কয়েক বছরে ফরাসি এআই খাতে ৫০ বিলিয়ন ইউরো পর্যন্ত অর্থায়ন করতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের একটি বড় অংশ দিয়ে ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার নির্মাণ করা হবে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা ট্রিবিউন দে দিমাঞ্চ’ জানিয়েছে, ব্রুকফিল্ডের বিনিয়োগের বড় অংশও একটি ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে।

এআই প্রযুক্তির জন্য বিশাল পরিমাণে শক্তির প্রয়োজন হয়, যা বৃহৎ ডেটা সেন্টার পরিচালনার জন্য অপরিহার্য। তবে ভবিষ্যতের চাহিদা পূরণে ইউরোপ বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গত মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ওপেনএআই, সফটব্যাংক গ্রুপ এবং ওরাকল আগামী চার বছরে এআই অবকাঠামোতে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। মূলত, বৈশ্বিক এআই প্রতিযোগিতায় চীনসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই বিশাল বিনিয়োগের পরিকল্পনা করছে।