আরজেএসসি ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ

৪ জুলাই, ২০২৫  
৪ জুলাই, ২০২৫  
আরজেএসসি ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ

ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে বিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ উঠেছে। নিজেদের ওয়েবসাইট থেকে বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের প্রোফাইল সরিয়ে ফেলেছে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)। ফলে কোম্পানিটির কোনো তথ্য আরজেএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। 

কোম্পানিটির তথ্য বেআইনিভাবে আরজেএসসির ওয়েবসাইট থেকে সরিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কেন ওয়েবসাইট থেকে কোম্পানিটির প্রোফাইল দেখা যাচ্ছে না সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর নেই আরজেএসসির নিবন্ধকের কাছে।

আরজেএসসি সূত্রে জানা গেছে, কোম্পানির পোর্টাল খুলে দেওয়ার বিষয়ে নোভার্টিসের পক্ষ থেকে গত ২৫ জুন ও ২৬ জুন দুই দফা চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়, নোভার্টিসের বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম চলমান নেই। কাজেই কোম্পানিটির প্রোফাইল পোর্টাল যেন ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়া হয়, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। তা সত্ত্বেও পোর্টালটি খুলে দেওয়া হয়নি।

সাধারণত কোন কোম্পানির উদ্যোক্তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে বা কোম্পানির শেয়ার হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা থাকে অথবা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির প্রোফাইল লক করা হয়। তেমন কোনো কিছু হলে ওই কোম্পানির নাম লিখে সার্চ দিলে শুধু নাম ওয়েবসাইটে দেখা যায়। বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু নোভার্টিসের নাম লিখে সার্চ দিলে নামও পাওয়া যাচ্ছে না। তার অর্থ হলো নিবন্ধন কর্তৃপক্ষ ইচ্ছা করে কোম্পানিটির সব তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে রেখেছে। যা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছেন আইনজীবীরা।