তিন বছরের মধ্যে ২৫ হাজার কুটির উদ্যোক্তাকে কারিগিরি প্রশিক্ষণ দেয়া হবে

সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও সেবার উন্নয়নে বর্তমানে সবগুলো মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়ন হচ্ছে আইবাস এর মাধ্যমে। এই সিস্টেমের মাধ্যমে বর্তমানে ইএফটি (ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার) প্রযুক্তিতে প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারীরর ব্যাংক অ্যাকাউন্টে বেতনভাতা দেয়া হয়েছে। একই প্রযুক্তিতে দেয়া হচ্ছে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা দেয়া হচ্ছে। সরকারি অনুদান ও সাহায্য দেয়া হচ্ছে। ১৭২টি স্বায়ত্বশাসনাধীন সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্পে পিএল (পার্সোনাল লেজার) খোলা হয়েছে। ঘরে বসে ঝামেলাবিহীন ভাবে এক ঠিকানায় সকল সরকারি সুবিধা পেতে অচিরেই নাগরিক সেবা প্লাটফর্ম চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ তরুণীর কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে।
২ জুন, সোমবার ভার্চুয়াল বাজেট বক্তৃতায় এসব তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
দেশের অর্থনীতিকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রবৃদ্ধি নয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সামগ্রিক উন্নয়ন ধারণায় জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা।
বাজেট পেশের সময় ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথাগত ভৌত অবকাঠামো উন্নয়ন ব্যয়ের খতিয়ান তুলে ধরার পরিবর্তে এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশের ওপর গুরুত্ব দিয়েছি। এবারের বাজেটে তাই- শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের ওপর জোর দেয়া হয়েছে। শুন্য দারিদ্র, শুন্য বেকারত্ব ও শুন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্ব দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।
চাহিদা অনুযায়ী কারিগরি কারিকুলাম প্রস্তুত করে জব রিপ্লেমন্ট নিশ্চিত করতে সরকারের নেয়া কার্যক্রম তুলে ধরে অর্থ উপদেষ্টা আরো বলেছেন, বিদেশগামী কর্মীদের বহির্গমনের সকল কাজ ডিজিটালি সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যেই ছয়টি জেলায় ডিজিটালি বহির্গমন ছাড়পত্র প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল জেলায় এই সুবিধা বিস্তৃত হবে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি আরো বলেন, আগামী তিন মাসে এ খাতে ১৫ হাজার ৯০০ উদ্যোক্তা তৈরি, ২৫ হাজার উদ্যোক্তাকে দক্ষতা ও কারিগিরি প্রশিক্ষণ প্রদান করা হবে। সিএসএমইদের কেন্দ্রীয় ডেটাবেজ প্রতিষ্ঠা করা হবে। ১০ হাজার কুটির ও ক্ষুদ্র নারী এক হাজার কোটি টাকা ঋণ দেয়া হবে। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ৩ হাজার নারী উদ্যোক্তার সঙ্গে করপোরেট ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপন করে দেয়া হবে।
নারীর সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে মহিলাদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসূচি গ্রহণের কথা তুলে ধরে তিনি জানান নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্বাচিত ২০ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তায় প্রতিকূল পরিবেশে সহনশীল জাত ও উন্নততর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবনে সরকারের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালী করণ, কৃষি পণ্য পরিবণ ব্যবস্থার উন্নয়ন এবং এই খাতের অংশীজনের একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরি করা হচ্ছে। খাদ্যগুদামের ধারণ ক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীত করা হচ্ছে। প্রাণীজ আমিষের চাহিদা পূরণে আগামী ২০২৫-২৬ অর্থ বছরে ৫২ লাখ ৫৫ হাজার মেট্রিকটন মৎস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।