ফের প্রকাশ করা হবে হাবিপ্রবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ৩য় শিফটের পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. হাসান ফুয়াদ এল তাজ। তিনি বলেন, ‘B3 রেজাল্টে কারেকশন ইনপুট দেওয়া হয়েছে। বর্তমানে সকল রেজাল্ট পুনরায় যাচাই (চেকিং) করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশোধিত রেজাল্ট পুনরায় প্রকাশ করা হবে।’
এর আগে, B3 ইউনিটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভর্তিচ্ছুরা। তাদের অভিযোগ, তারা অপ্রত্যাশিতভাবে নেগেটিভ মার্ক পেয়েছেন। এমন ফলাফল স্বাভাবিক নয়, এতে কোনো ভুল হতে পারে। একইসঙ্গে তারা ফলাফল পুনঃনিরীক্ষণের দাবি জানান।
গত সোমবার (৫ মে) থেকে বুধবার (৭ মে) পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর হাবিপ্রবির বিভিন্ন ইউনিটে প্রায় ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখায় ২ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান ও মানবিক শাখায় ৪ হাজার ৪৫৬ জন এবং অন্য একটি শাখায় ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।