আইএসপি ইউনাইটেড এর ১৪ অঙ্গীকার
 
                                জমে উঠেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রচারণা। বুধবার রাতে রাজধানীর ১০০ ফিটে ফর্টিস ডাউন টাউন রিসোর্টে অনুষ্ঠিত হলো ভোটে একমাত্র পূর্ণাঙ্গ প্যানেল আইএসপি ইউনাইটেড এর পরিচিতি সভা। সভায় দেড় শতাধিক সদস্যদের উপস্থিতিতে প্যানেলের কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। প্রকাশ করা হয় ১৪ দফা অঙ্গীকার।
অঙ্গীকারের মধ্যে আইএসপি অধিকার সংরক্ষণ ও ন্যায্য নিয়ন্ত্রক নীতিমালা, সাংগঠনিক কাঠামোর বিকেন্দ্রীকরণ, গ্লোবাল সিডিএন কোম্পানিগুলোর ডাটাসেন্টার দেশে স্থাপন, দখলদারদের বিরুদ্ধে সদস্যদের আইনি সহায়তা দেয়া, ন্যায্যমূল্যে ব্যান্ডউইথ ট্রান্সমিশন, বীমা চালু এবং প্রতি ২ মেয়াদে নির্বাচিত প্রতিনিধিরা ১ মেয়াদের জন্য নির্বাচন অংশগ্রহণে বিরত থাকার মতো কাঠামোগত পরিবর্তনের বিষয় রয়েছে। এছড়াও আইএসপিদের জন্য ব্যাবসায়ের নতুন ক্ষেত্র প্রস্তুত করার মতো বেশ কিছু উদ্যোগের কথাও রয়েছে অঙ্গীকারে। এরমধ্যে আইপি টিভি/ওটিটি,  হোম অটোমেশন, কলিং অ্যাপ, প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমসহ এআই প্রযুক্তি নির্ভর সাইবার সিকিউরিটি সুরক্ষা খাতেও  সংগঠনের সদস্যদের ব্যবসায় বিস্তারের পরিকল্পনার কথা অন্তর্ভূক্ত হয়েছে। একইভাবে ডুয়েল কারেন্সি কর্পোরেট ক্রেডিট কার্ড চালু, ডেডিকেটেড মেম্বার সার্ভিস ডেস্ক স্থাপন এবং  ধানমন্ডি একটিভ শেয়ারিং প্রকল্পের সফলতার ভিত্তিতে দেশের আরও বিভিন্ন এলাকায় ফাইবার শেয়ারিং উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে টিমলিড আমিনুল হাকিম বলেন, একতা, স্বচ্ছতা এবং প্রযুক্তিনির্ভর নেতৃত্ব—এই তিনটি মূলনীতি দিয়েই আমাদের ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে হবে। একা কেউ কিছুই করতে পারে না। আমরা একসাথে এগোবো, একসাথে থাকবো, একসাথে গড়ব একটা শক্তিশালী, মর্যাদাসম্পন্ন আইএসপি কমিউনিটি।
এরপরই একে একে প্যানেলভূক্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। প্রথমেই বর্তমান কমিটি সাধারণ সম্পাদক ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা এবং ২০২১-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক উপস্থিত ভোটারদের কাছে সমর্থন প্রত্যাশা করেন। এরপর একাধিকবার আইসেপিএবি’র কার্য নির্বাহী কমিটিতে দায়িত্বপালনকারী মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা প্রা: লিমিটেড), বর্তমান ইসি’র সদস্য অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু বক্তব্য রাখেন। একে একে ভোটারদের কাছে নিজেদের কথা তুলে ধরেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান, নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো: মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।
টিমে নিজের দায়িত্ব হিসেবে সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, আমরা আইএসপি ইউনাইটেড। সবাই মিলে একসাথে উন্মোচন কনতে চাই আইপি ভিত্তিক ব্যবসায়ের নতুন অধ্যায়। কৃত্রিমবুদ্ধিমত্তা আর চতুর্থ শিল্পবিপ্লবের বাহক হিসেবে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেটসেবাকে নতুন মাইলফলকে নিয়ে যেতে চাই।
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
