টিম আইএসপি ইউনাইটেডের জয়ে একাট্টা সাবেক সভাপতিরাও
আইএসপিএবি-তে প্রশাসক চায় না কোনো সদস্যই
 
                                শতভাগ দেশীয় উদ্যোক্তাদের আইএসপি ব্যবসা এখন অস্তিত্ব সঙ্কটে। এই শঙ্কা মোকাবেলায় পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের পথ চলতে চায় আইএসপি ইউনাইটেড। তাই তাদেরকে জয়ী করতে টিম ইউনাইটেডকে জয়ী করতে একাট্টা হলেন সাবেক তিন সভাপতিই। তারা সহ সাধারণ সদস্যরাও এখন চান না আইএসপিএবি-তে প্রশাসক বসুক। নির্বাচিত প্রতিনিধিরাই বৈষম্যহীনভাবে আগামী দুই বছর নেতৃত্ব দিক বলে সরব হলেন তারা।
বৃহস্পতিবার রাতে বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ২০২৫-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে টিম ইউনািটেডের পরিচিতি সভায় এই অভিব্যক্তি প্রকাশ করেন প্রথম সভাপতি এসএম ইকবাল, সাবেক সভাপতি আব্দুস সালাম এবং বিদায়ী সভাপতি ইমদাদুল হক। তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই দাবি করেছেন অনুষ্ঠানে অংশ নেয়া সাধারণ সদস্যরাও।
আড়াই শতাধিক সদস্যদের উপস্থিতিতে টিম ইউনাটেড নেতা আমিনুল হাকিম সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন ইন্টারনেট ব্যবসায়ীদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ সমূলে উৎপাটিত করতে ধানমন্ডির মতো একটি লাইনে সবাইকে সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি এবং সম্মিলিত ভাবে সরাকরের কাছে তথ্য উপাত্ত দিয়ে অমিমাংসিত এনটিটিএন পর্যায়ে এক দেশ এক রেট, ব্যবসায় বান্ধব নীতিমালা ও প্রতিযোগিতা মূলক মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা দিতে কাজ করবে পরবর্তী আইএসপিএবি'র পরবর্তী কার্য নির্বাহী কমিটি।
এসময় অপর সদস্য আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা, মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা (প্রা:) লিমিটেড), অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন, সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু, মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো: মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন উপস্থিত ছিলেন।
বক্তব্যে আইএসপিএবি'র নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে 'আইএসপি ইউনাইটেড' প্যানেলের পক্ষে ভোট চেয়র আইসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, চার জন প্রেসিডেন্ট এমসাথে থাকা মানে আমরা প্রশাসক চাইনা। প্রশাসক চাইনা বলেই নির্বাচন ১০ মাস এগিয়ে নিয়ে এসেছি। আইটিএস এর অন্তররভূক্ত আমরা আর হতে পারবো না। চার বছর পর পলিসি চেঞ্জ হচ্ছে। চার পাচ বছর পলিসি চেঞ্জ হলে আমাদের বিনিয়োগের কি হবে। দেশীয় এই বিনিয়োগকে সুরক্ষিত রাখতে হবে। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ রক্ষা করার দায়িত্ব বিটিআরসির। এটি তাদেরকেই করতে হবে।
সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সালাম সদস্যদের উদ্দেশে বলেন, ‘এই প্যানেলকে জয়জুক্ত করুন। আমরা এই প্যানেলের পক্ষে।’
তিনি বলেন, ‘এখন আমাদের ব্যবসা বিপদজনক অবস্থায় আছে। নতুন পলিসি হয়েছে। সেখানে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়া হয়নি। অনেকগুলো লাইসেন্স তারা বিলুপ্ত করে দিয়েছে। থানা পর্যায়ের লাইসেন্সগুলোর কী হবে, তার নিশ্চয়তা নেই। এই মুহূর্তে নির্বাচন করে একটা বোর্ড নিয়ে আসা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে এই শিল্পও ক্ষতিগ্রস্ত হবে।’
আইএসপিএবির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ইকবাল বলেন, আমি বিশ্বাস করি আইএসপি ইউনাইটেড বিজয়ী হবে। যাতে একটি কালেকটিভ প্রেশার গ্রুপ তৈরি হয় সেভাবে কাজ করতে হবে। আমরা কোন ধরণের প্রশাসক চাই না। এখানে যারা আছেন তারা কোন প্রশাসক চায় না।
এক সদস্যের এনটিটিএন এর মনোপলি ভাঙতে কি পদক্ষেপ নেবেন প্রশ্নের জবাবে আমিনুল হাকিম বলেন, ৫০০ টাকায় ১০ এমবি। আমরা যদি প্রতিশ্রুতি দিতাম গ্রাহককেই ভ্যাট দিতে হবে৷ কেউ ভ্যাট ছাড়া প্যাকেজ করছে৷ কেউ ভ্যাটসহ। ফলে গ্রাহকও অপারেটদের চাপ দেয়। সবাই যদি সিদ্ধান্ত নিতে পারি সবাই একই ধরণের প্যাকেজ করবে, তাহলে বিটিআরসি হয়তো তা মেনে নেবো। পূর্বের যে ভুলগুলো হয়ে গেছে আশা করি তা ভুলে আগামী ২ বছর ভালো কিছু করতে পারবো।। এমএনওরা কিভাবে আমাদের উপর চড়াও হচ্ছে তা আপনারা জানেন। আমাদের শিল্প কিভাবে ভুগছে তা আপনারা তুলে ধরবেন। আইএসপি ব্যবসায় রাজনৈতিক আধিপত্য নেই, হয়তো বিচ্ছিন্নভাবে তা আছে৷ আইএসপিএবি নির্বাচন ন্যায্য অধিকার নিশ্চিতের প্রত্যয়ে এগিয়ে আইএসপি ইউনাইটেড দেশের সব আইএসপির ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করতে চায় এবারের আইএসপিএবি’র নির্বাচনে অংশ নেওয়া প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’।
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
