জার্মানির মিউনিখে প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে গুগল সেফটি ইঞ্জিনিয়ারি সেন্টার (জিএসইসি)। গুগল সেবাগ্রাহিতাদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে জিএসইসি স্থাপনে ইতিমধ্যেই ১০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে বিশ্বের সবচেয়ে বড় এই প্রযুক্তি প্রতিষ্ঠান।
প্রযুক্তি দুনিয়ায় সকলকে নিরাপদ রাখতে এই প্রকল্পে দানশীল ব্যক্তি ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই।
গুগল ইউরোপের ভেরিফায়েড টুইটারে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন।
পিচাই বলেন, চলতি বছরের প্রথমদিকে আমি বার্লিনে সফরে গিয়ে দেখেছি সেখানে অনেকগুলো গুগল প্রাইভেসি ও সেফটি প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই যেমন গত ৮ বছর আগে মিউনিখ প্রকৌশলীরা কেকা নামের একটি ডাটা ডাউনলোডের সুবিধার ডাউনলোডার তৈরি করে সেটি গুগল অ্যাকাউন্ট যাচাই করতে পারে। গত বছর থেকে এই দলটি আরো বেশ কিছু নিরাপত্তা বিষয় নিয়ে কাজ করছে।