অবমুক্তির পরই আর কোনো নতুন স্মার্টফোন ভারতের বাজারে বাজারজাত করবে না স্যামসাং। অবমুক্তির ৭০ দিন পর স্যামসাং এ ও এম সিরিজের নতুন ফোনগুলো সেখানে ছাড়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ান এই কোম্পানিটির নিরবাহী পর্যায়ের এক শীর্ষ কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্স কে ১৪ মে এক সাক্ষাৎকারে স্যামসাং ইন্ডিয়ার প্রধান বিপনন কর্মকর্তা রনঞ্জিত সিং বলেছেন, চলতি বছরেই গ্যালাক্সি এ সিরিজের বেশ কিছু নতুন ফোন অবমুক্ত করতে যাচ্ছে স্যামসাং। এই ফোনগুলোর দাম হবে ৫ হাজার ২৯০ রুপি থেকে ২৮৯৯০ রুপির মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অবমুক্ত করা হলেও এই সিরিজের ৬টি মডেলেরে ফোন ভারতে আসবে অবমুক্তির ৭০দিন পর।
ভারতে স্যামসাংয়ের ফোন নকল প্রবণতা মহামারি আকার ধারণ করার পাশাপাশি চীনা ব্র্যান্ডের শাওমি এবং অপ্পোফোনের বিপননকৌলের বাড়াবাড়ি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের বাজারে বলিউন গ্লিটজ, ক্রিকেটারদের ব্যবহার করে সেখানে স্মার্টফোন বাজারে অসম-প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়েছে বলেও মত দিয়েছেন তিনি।
জানিয়েছেন, চীনের পরে ভারত মোবাইলফোনের দ্বিতীয় বৃহৎ বাজার। এখানে গত মার্চ থেকে ৫ মিলিয়ন গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। তবে বিক্রি থেকে কত আয় হয়েছে তা জানাতে রাজি হননি তিনি। চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতের ২৩ শতাংশ বাজর ছিলো স্যামসাংয়ের দখলে।
হংকং ভিত্তির বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের বিশ্লেষণ অনুযায়ী, স্যামসাংয়ের পরেই ভারতের মাটিতে শক্ত অবস্থানে রয়েছে শাওমি।