বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর উদ্যোগে শনিকার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সেলিব্রেটি সেন্টারে অনুষ্ঠিত হলো “বাক্কো মেম্বারস মিট-২০২৪” । বিজনেস আউটসোসিংয়ের বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তা সদস্যদের অংশ গ্রহণে অনুষ্ঠিত এই বার্ষিক মিলন মেলায় ২০২৪-২০২৬ মেয়াদের ১২ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
ফের নির্বাচিত সভাপতি ডিজিকন টেকনোলজিস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন।
একে একে নির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি টাইমস এএসএল কল সেন্টার লিমিটেডের চেয়ারম্যান মো. আবুল খায়ের, সহ-সভাপতি অটোমেশন সল্যুশন্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাই আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তানজিরুল বাসার ও অর্থ সম্পাদক ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক তাদের দায়িত্ব সম্পর্কে সদস্যদের অবহিত করেন। এছাড়াও ছয়জন পরিচালক এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান, স্কাইটেক সল্যুশন্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুসনাদ ই আহমেদ, নোবেল আইটি সল্যুশন্স লিমিটেডের চেয়ারম্যান মো. ফজলুল হক, ভার্চুয়াল মার্কেট সল্যুশন লিমিটেডের পরিচালক আব্দুল কাদের, আয়েশা সার্ভিসেস লিমিটেডের (এএসএল বিপিও) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ উদ্দীন আহমেদ ও মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সল্যুশন্স লিমিটেডের পরিচালক মেহেদী হাসান জুলফীকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের কর্পোরেট কর অবকাশ সুবিধা আরো সাত বছর অর্থাৎ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর দাবি করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, স্টার্টআপ বাংলাদেশ লিঃ কোম্পানির মাধ্যমে আমরা ইতোমধ্যে ৫০টিরও বেশি কোম্পানিকে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আগামী ৫ বছরে আরো ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত আইটি খাতে কর্পোরেট ট্যাক্স এক্সেম্পশন দিয়ে আসছি যেটার মেয়াদ শেষ হচ্ছে এবছরের জুনে। আইটি খাতের বিকাশকে ত্বরান্বিত করার জন্য এটার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করতে আমি সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি জানিয়েছি।
বাক্কো সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আগামীদিনে ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য আমাদেরকে দিয়েছেন সেটা বাস্তবায়নের জন্যে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। আগামী ১৭ বছরে বাক্কো’র সদস্য ও উদ্যোক্তাদের নতুন নতুন খাতে সক্ষমতা তৈরি করতে হবে। বাংলাদেশসহ সারা বিশ্বকে ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে তাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, এসপিপি, এনডিসি, পিএসসি বলেন, “বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন। বিপিও শিল্পের সম্প্রসারণে বিটিআরসি তার সর্বাত্মক সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত রাখবে। আমি বিশ্বাস করি, সবাই সবার নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে গেলে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’লক্ষ্যমাত্রা সফল করা সম্ভব”।
অনুষ্ঠানের শেষ দিকে অনুষ্ঠানের প্লাটিম স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন নগদ’র নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, পেওনিয়ার সিনিয়রে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাফিউর রহমান প্রমুখ।
এর আগে স্বাগত বক্তব্যে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বিপিও শিল্পের অভিলক্ষ্য ২০২৫ সালের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় অর্জন ও ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি । এই লক্ষ্যমাত্রা অর্জনে সকল প্রতিবন্ধকতা হতে উত্তরণে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি আশা করছি, ২০২৪ – ২০২৬ মেয়াদের এই নবনির্বাচিত কমিটি এই শিল্পের সম্প্রসারণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করি তাহলে অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’বিনির্মাণ করা সম্ভব ।
বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এ-সময় বলেন, “তথ্যপ্রযুক্তি খাতের অন্তর্ভুক্ত শিল্পগুলোর মধ্যে অন্যতম ‘বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)’, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে সেবা রপ্তানির মাধ্যমে বছরে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আহরণকারী নিয়ত-বর্ধনশীল এক শিল্পক্ষেত্র হয়ে উঠেছে। বিপিও শিল্পে বর্তমানে কর্মরত জনসম্পদের সংখ্যা ৮০০০০+; যার ৪০ শতাংশই নারী। বাক্কো ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় তৈরি ও ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ২০৪১”-লক্ষ্য অর্জনে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লক্ষ্যমাত্রাসমূহ পূরণে নানামুখী কর্মসূচীও গ্রহণ করেছে বাক্কো”।
how to buy lasuna – cheap diarex pill cheap himcolin sale