প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং চ্যানেলে ডিজিটাল পদ্ধতিতে মাত্র ৫ সেকেন্ডে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্লেজ সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে।
আগামী ২৪ আগস্ট এই সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।
জানা গেছে, সোনালী ব্যাংক, হোমপে ও আইটিসিএলের যৌথ উদ্যোগে ব্লেজ সার্ভিস এর মাধ্যমে রেমিট্যান্স গ্রাহকদের হিসেবে জমা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।